Logo
Logo

সারাদেশ

সাভারে দস্তগীর টিটোর সমাধিস্থলে সাংবাদিকদের শ্রদ্ধা

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩:০৪

সাভারে দস্তগীর টিটোর সমাধিস্থলে সাংবাদিকদের শ্রদ্ধা

ছবি : প্রতিনিধি

ঢাকার সাভারে শহীদ গোলাম মোহাম্মদ দস্তগীর টিটোর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সাভার-আশুলিয়ার গণমাধ্যমকর্মীরা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সাভারের ডেইরি গেট এলাকায় শহীদ টিটোর সমাধিস্থলে এ শ্রদ্ধা জানানো হয়। এর আগে আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে সমাধিস্থলটি ধুয়েমুছে পরিষ্কার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবে আহ্বায়ক লোকমান হোসেন খোকা চৌধুরী ও সদস্য সচিব সোহেল রানাসহ স্থানীয় একঝাঁক গণমাধ্যমকর্মী। 

বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, টাঙ্গাইল থেকে বিতাড়িত হওয়ার পর পাক হানাদার বাহিনীর একটি দল ১৪ ডিসেম্বর সকালে সাভার ও আশুলিয়ায় ঘাঁটি নির্মাণ করে।

সেই থেকেই এই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছে সাভার-আশুলিয়ার সংবাদকর্মীসহ সচেতন নাগরিকরা।

হাসান ভুঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর