ছবি : প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।
এসময় বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ, উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএম ছোবাহান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী এসএম ফারুক ইমাম, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সহ সভাপতি সৈয়দ সাজন আহম্মেদ রাজু ও সাংবাদিক পলাশ ইসলামসহ অন্যান্যরা।
এসময় উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।
হাফিজুর রহমান/এমআই