‘প্রতিটি বিপ্লবে বুদ্ধিজীবীদের টার্গেট করা হয়’
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:০১
ফেনীতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে পালিত হচ্ছে শহিদ বুদ্ধিজীবী দিবস।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর প্রশাসন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন। এদিন শুরুতে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধার্ঘ জানায়।
দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের নিধনের মাধ্যমে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা করা হয়েছিল। প্রতিটি বিপ্লব আন্দোলনে বুদ্ধিজীবীদের টার্গেট করা হয়। ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বুদ্ধিজীবীরা নেতৃত্ব দিবেন। এ সময় বুদ্ধিজীবী হত্যার সঠিক বিচার দাবি করা হয়।
শহীদ আবু সাঈদ ও মুগ্ধদের সাহসী ভূমিকায় আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন দেখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এমবি