Logo
Logo

সারাদেশ

ফেনীতে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২

ফেনীতে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

ফেনী সদর উপজেলার ফাজিলপুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের এক্সকেভেটর পোড়ানোসহ সকল ধরনের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (১৪ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের গুদামবাজার এলাকার মুজিবিয়া আলিম মাদরাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর দাবি, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নির্দিষ্ট একটা গোষ্ঠী এলাকায় চাঁদাবাজি করে আসছে। তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। এরমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে চাঁদা না দেওয়ায় একটি স্কেভেটরে আগুন দেয়। এরই প্রতিবাদে ইউনিয়নের ফাজিলপুর, বটতলতি, আরবিহাট সড়কের গুদামবাজার এলাকার মুজিবিয়া মাদরাসার সামনে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন আল আমিন মার্কেট মহিলা দাখিল মাদরাসারসহ সুপার মাওলানা ফজলুল হক, নূরানী মাদরাসা শিক্ষক হাফেজ মনির আহমদ, স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব রাফি, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, আব্দুল হাই ও আতিকুল ইসলাম।

এলাকাবাসী বলেন, আমাদের এলাকার শহীদ শাহী একটি সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। কোনো চাঁদাবাজের জন্য জীবন দেয়নি। ৫ আগস্টের পর একদল চাঁদাবাজিতে মেতে উঠেছে। তাদের থেকে কেউই রেহাই পাচ্ছে না। এখানে যে সড়কটি হচ্ছে তা আমাদের চলাচলের জন্য। কিন্তু তারা এখানেও এসে ঠিকাদারদের থেকে চাঁদা না পেয়ে এক্সকেভেটরে আগুন ধরিয়ে দেয়। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। যারা চাঁদাবাজি করছে তারা আওয়ামী লীগের দোসর। তাদের ঠিকানা ভারতে হবে, এই বাংলাদেশে না। আমার ভাই শাহী এই জন্য জীবন দেয়নি।

তারা আরও বলেন, আমরা শুনতে পেয়েছি তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কাদের গ্রেপ্তার করা হয়েছে তা আমরা জানি না। প্রশাসন আমাদের থেকে এই তথ্য লুকাচ্ছে কেন? যাদের আটক করা হয়েছে তাদের তথ্য প্রকাশ করা হোক। আমরা চাই দ্রুত যারা এই এক্সকেভেটরে আগুন দিয়েছে এবং চাঁদাবাজিতে জড়িত তাদের দ্রুত বিচার করা হোক। আমরা প্রশাসনের কাছে এই আকুল আবেদন জানাই।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর