Logo
Logo

সারাদেশ

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাগেরহাটে ছাত্রদলের সাঁতার প্রতিযোগিতা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:০৪

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাগেরহাটে ছাত্রদলের সাঁতার প্রতিযোগিতা

বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জেলা ছাত্রদলের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের মিঠাপুকুরে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস।

তিনটি গ্রুপে বিভক্ত ২৪ জন সাঁতারু প্রায় এক ঘণ্টা ধরে এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমানসহ স্থানীয় বিভিন্ন নেতাকর্মীরা।

প্রধান অতিথি আকরাম হোসেন তালিম বলেন, দীর্ঘদিন ধরে বাগেরহাটে তেমন কোনো খেলাধুলার আয়োজন হচ্ছে না। এর ফলে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকছে। আজকের এই আয়োজন নতুন করে মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই।

এই আয়োজন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সমাজে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেছে।

আবু তালেব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর