Logo
Logo

সারাদেশ

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:০৪

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে দিবসটি উপলক্ষ্যে স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

এছাড়াও জেলা প্রশাসকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন- স্থানীয় সরকারের উপসচিব মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) এম সাব্বির হাসান প্রমুখ।

পরবর্তীতে সর্বস্তরের শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর