আমতলীতে বাইতুল কুরআন মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:০৮
বরগুনা আমতলী উপজেলা চাওড়া ইব্রাহীমপুরের বাইতুল কুরআন মাদ্রাসার অফিস ও শ্রেণিকক্ষের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে এই উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করে পরিচালনা কমিটি। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এইচ এম হাফিজুর রহমান মাসুম। সঞ্চালনায় ছিলেন হাফেজ মোহাম্মদ ইউসুফ মাদবর।
অনুষ্ঠানে প্রধান মেহমান ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম। প্রধান অতিথি ছিলেন আমতলী কেন্দ্রীয় মসজিদের খতিব শাইখুল হাদিস আল্লামা আ. মোমিন খান হাদি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমতলী কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা মো. নুরুজ্জামান সাহেব। আরও ছিলেন হাফেজ মাওলানা বেলাল, হাফেজ মাওলানা ইসা, হাফেজ মাওলানা আলামিনসহ কমিটির অন্যান্য সদস্যরা।
এমবি