Logo
Logo

সারাদেশ

‘মুক্তিযোদ্ধাদের মাস্টারমাইন্ড ছিলেন বুদ্ধিজীবীরা’

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৩৭

‘মুক্তিযোদ্ধাদের মাস্টারমাইন্ড ছিলেন বুদ্ধিজীবীরা’

মুক্তিযোদ্ধাদের তখন পরামর্শ দিতেন বুদ্ধিজীবীরা। তারাই মুক্তিযোদ্ধাদের মাস্টারমাইন্ড ছিলেন। আমরা এখনো মুক্তিযোদ্ধা বা বুদ্ধিজীবীদের কাঙ্ক্ষিত সম্মান দিতে পারছি না। সম্মান বলতে তাদের সম্পত্তি বা টাকা দেওয়া নয়। সম্মান বলতে তাদেরকে শ্রদ্ধা করা। দেশের প্রকৃত ইতিহাসকে লালন করা এবং তা পালন করা।

শনিবার (১৪ ডিসেম্বর) চাঁদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

চাঁদপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি বিভিন্ন দপ্তর একই স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।

দুপুরে শহরের পুরান বাজার ডিগ্রি কলেজে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সানা উল্লাহ খান, সরদার আবুল বাশার, ডা. কাজী হাসেম, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমুখ।

আলআমিন ভূঁইয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর