Logo
Logo

সারাদেশ

ভাঙ্গা পৌর বাজার যেন ময়লা-আবর্জনার স্বর্গ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৫১

ভাঙ্গা পৌর বাজার যেন ময়লা-আবর্জনার স্বর্গ

ফরিদপুরের ভাঙ্গার পৌর বাজার যেন আবর্জনার স্বর্গ। বাজারের মধ্যেই স্তূপ দিয়ে রাখা হয়েছে ময়লা-আবর্জনা৷ সেই বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। বাজারের মধ্যেই কমপক্ষে চারটি স্থানে এরকম ময়লার স্তূপ দিয়ে রাখা হয়েছে। সেই দুর্গন্ধের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ী ও কেনাকাটা করতে আসা ক্রেতাদের। 

এ ব্যাপারে ভাঙ্গা বাজারের ব্যবসায়ী পিয়াল মুন্সী জানান, আমাদের বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। আশেপাশের তিন-চারটা উপজেলার মানুষ এখানে কেনাকাটা করতে আসে। বাজারের মধ্যে এরকম ময়লার স্তূপ জমে থাকার কারণে দিন দিন ক্রেতাদের সংখ্যা কমে যাচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ময়লা আবর্জনা যদি নির্দিষ্ট স্থানে সরানো না হয় তাহলে ঐতিহ্যবাহী এই বাজারে ক্রেতাদের সংখ্যা আরও কমে যাবে।

আরেক ব্যবসায়ী সাইফুল্লাহ শামীম বলেন, ভাঙ্গা পৌর বাজার অনেক বড় এবং ঐতিহ্যবাহী হওয়া সত্ত্বেও পাবলিক টয়লেট রয়েছে মাত্র তিনটি। তার মধ্যে দুটি টয়লেটই ব্যবহারের অনুপযোগী। যার কারণে বাজার করতে আসা মহিলারা বেশি বিপদে পরে। একইসাথে বাজারের বিভিন্ন অলিগলিতে জমা হয়েছে ময়লার স্তূপ। দ্রুতই যদি এইসব সমস্যার সমাধান না করা হয় তাহলে আস্তে আস্তে এই বাজার থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে।

ক্রেতারা অভিযোগ করেন, বাজারের মধ্যে আবর্জনার স্তূপ জমে থাকার কারণে আমাদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে। এই আবর্জনা থেকে মশার বিস্তার ঘটছে। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যাটির সমাধান করুক। 

বাজার সংশ্লিষ্ট ওয়ার্ডের সদ্য সাবেক মহিলা কাউন্সিলর পারুলী বেগম বলেন, বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের আমলে আমরা কাউন্সিলর নেই। আমরা যখন দায়িত্বে ছিলাম তখন নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করেছিলাম। কিন্তু বর্তমানে অনেকদিন যাবৎ ময়লা-আবর্জনা সঠিকভাবে পরিষ্কার না করার কারণে বাজারের মধ্যে বিভিন্ন জায়গায় আবর্জনার স্তূপ জমেছে। এতে করে মানুষের ভোগান্তি হচ্ছে।

ভাঙ্গা বাজার বণিক সমিতির সদস্য আলম মুন্সী বলেন, বর্তমানে ভাঙ্গা বাজারের মধ্যে ময়লা-আবর্জনা ভরে গেছে। আমরা পূর্বেও এই ব্যাপারে পৌর মেয়রের সাথে আলোচনা করেছি। কিন্তু সেই সময় সুফল পাইনি। বর্তমানে পৌর প্রশাসক না থাকাতে অবস্থার আরও অবনতি ঘটেছে। আমরা বণিক সমিতির সকলের সাথে আলোচনা করে কীভাবে এই সমস্যা দূর করা যায় সেই চেষ্টা করব। 

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর