Logo
Logo

সারাদেশ

মুয়াজ্জিনের ফতোয়া কেন্দ্র করে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২৫

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৫৫

মুয়াজ্জিনের ফতোয়া কেন্দ্র করে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২৫

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে মুয়াজ্জিনের ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের ৩০টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। এ ছাড়া একটি বাড়িতে আগুনও দেওয়া হয়েছে। সংঘর্ষে নারীসহ ২০জন আহত হয়েছেন। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উপজেলার সাতগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাতগাছী গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠানে গান বাজানোয় শুক্রবার জুমার নামাজে গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্লা গানবাজনা বাজানো হারাম বলে ফতোয়া দেন। ওই ফতোয়া দেওয়ার সময় মসজিদ কমিটির সভাপতি মতলেব মোল্যার ছেলে কাশেম মোল্লা বাধা দেন। 

সে সময় মসজিদের মধ্যেই দু’টি গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে বিকেলে হাকিম মোল্লা ও কাশেম মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। সংঘর্ষে তানজু (৩৫), সম্পা খাতুন (৩০), বশির মোল্যা (৪০), জাফর মোল্যা (৩০), রুপচাঁদ (৩৫) জামেলা খাতুন (৬৫), রোকনুজ্জামান (৩৫), সুজন(৩৫), আমিরুল (২৫), সাগর (২৭), সাহেব আলী (৫০), আক্তার হোসেন (২৫), আকবর আলী শেখ (৬০), আব্দুল হাকিম (৭৫), রাশেদ আলী (২৫)-সহ অন্তত ২৫ জন আহত হন। 

আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার হামলা পাল্টা হামলার জের ধরে শনিবার সকালে মসজিদ কমিটির সভাপতি মতলেব মোল্যা ও সাধারণ সম্পাদক হাকিম মোল্যার সমর্থকরা আবারও দফায় দফায় একে অপরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালাতে থাকেন। এ সময় ভাঙচুর করা হয় অন্তত ৩০টি বাড়িঘর। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি বাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘হুজুরের ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এম বুরহান উদ্দীন / এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর