টঙ্গিবাড়ী প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:২২
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী প্রেস ক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদের স্মরণে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি এড. জাহাঙ্গীর আলম। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ সভাপতি শেখ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন তুহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিক শেখ, সদস্য কাদির খান, সদস্য হোসাইন হাওলাদার প্রমুখ।
এমবি