Logo
Logo

সারাদেশ

নাফ নদী থেকে ২০ জেলেকে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহীরা

Icon

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:১০

নাফ নদী থেকে ২০ জেলেকে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহীরা

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় ১৫টি নৌকা থেকে ২০ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। 

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে মিয়ানমারের রাখাইনের নাইক্ষ্যংদিয়ার সংলগ্ন নাফ নদী থেকে তাদের আটক করে আরাকান আর্মি। 

আটক জেলেরা জালিয়াপাড়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, স্থানীয়দের মাধ্যমে জেনেছি বাংলাদেশি ২০ জেলেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাখাইনের ওই এলাকাটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিয়ন্ত্রণ করেন। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মি ওই ২০ জেলেকে ধরে নিয়ে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, মাছ শিকারের সময় ২০ জেলে মিয়ানমারের আরকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তাদের ফিরিয়ে আনার বিষয়ে যোগাযোগ করা হচ্ছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর