Logo
Logo

সারাদেশ

ভাঙ্গায় কলেজছাত্রী ধর্ষণের মামলায় ২ যুবক গ্রেপ্তার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১১

ভাঙ্গায় কলেজছাত্রী ধর্ষণের মামলায় ২ যুবক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গায় এক কলেজ ছাত্রীকে (২২) ধর্ষণের মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার আজিমনগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের আবুল কালামের ছেলে জুয়েল রানা (৩১) ও  শিবচর উপজেলাধীন দত্তপাড়া খাড়াকান্দি এলাকার গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে মতিয়ার রহমান (৩১)।

মামলা সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী গত ৪ ডিসেম্বর ডাক্তার দেখানোর জন্য ফরিদপুরে যান । সেখানে তার পূর্ব পরিচিত শিলা নামের এক মেয়ে তাকে ফুসলিয়ে গ্রীন প্রাইভেট হাসপাতালের তৃতীয় তলায় সৌদি প্রবাসী শাহাদাত শেখের বাসায় নিয়ে যান। পরে সেখানে অবস্থানরত দুই যুবক ওই মেয়ের সহায়তায় সারারাত আটকে রেখে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোকছেদুর রহমান বলেন, ‘ভাঙ্গার কাপুড়িয়া সদরদী মহল্লার একটি ভবনে এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জুয়েল ও মতিউর নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।’

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর