Logo
Logo

সারাদেশ

টেকনাফে অপহৃত ৩০ রোহিঙ্গা নারী-শিশু উদ্ধার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩

টেকনাফে অপহৃত ৩০ রোহিঙ্গা নারী-শিশু উদ্ধার

ছবি : প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের নামে অপহরণ করে মুক্তিপণ আদায়কালে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

তবে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

উদ্ধার হওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও ১২ জন শিশু। সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

জানা গেছে, মানবপাচারে জড়িত সাইফুল ইসলামের সহযোগিতায় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার ফরেস্টর মো. আয়ুব, মো. তৈয়ব, উমর ফারুক এবং মো. ফারুকের নেতৃত্বে শিশুসহ ৩০ রোহিঙ্গাকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নোয়াখালী পাড়ার পাহাড়ের গহীন ঝর্ণা এলাকায় রাখা হয়।

পরে মুক্তিপণ আদায়ের কৌশল করে ওই চক্র। শিশুসহ ৩০ রোহিঙ্গাকে অপহরণ করে সাইফুল ইসলামের বাড়িতে রাখে। পরে টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শিশুসহ নারী-পুরুষ ৩০ রোহিঙ্গা উদ্ধার করে।  

ওসি বলেন, ‘শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সাইফুল ইসলামের বাড়িতে মুক্তিপণের জন্য আটক রাখার খবর পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর