Logo
Logo

সারাদেশ

আমতলীতে সড়ক দুর্ঘটনায় হতাহত ৭

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৭

আমতলীতে সড়ক দুর্ঘটনায় হতাহত ৭

সুরভী পরিবহন কালীবাড়ি স্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত এবং ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালীবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারী হলেন যশোর পুলিশ লাইনের মোসাম্মৎ রিনা বেগম (৪১), যিনি ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে রয়েছেন রিনার মেয়ে মালিহা (৬), আড়াই বছরের শিশু রায়হান, কলাপাড়ার হাজীপুর গ্রামের আকলিমা (৪৭), সানজিদা (২৩) এবং মাগুরার শ্রীপুর উপজেলার রাজু (২৪)।

আমতলী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ঢাকা থেকে কুয়াকাটা অভিমুখে ছেড়ে আসা সুরভী পরিবহন (রেজি নং: ঢাকা মেট্রো-ব-১৩-২৩৪২) কালীবাড়ি স্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হয়। গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিনা বেগমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. হানিফ জানান, দুর্ঘটনায় এক নারী নিহত এবং ছয়জন আহত হন। দ্রুত তাদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর