ফেনীর ৪২ ইউপিতে নেই জনপ্রতিনিধি, সেবা কার্যক্রম ব্যাহত
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৩
ছবি : প্রতিনিধি
ফেনী জেলার ছয়টি উপজেলার ৪৩টি ইউনিয়ন পরিষদের ৪২টিতেই নেই জনপ্রতিনিধি। ফলে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, নানা ধরনের ভোগান্তি পোহাচ্ছেন সেবাভোগীরা।
জানা গেছে, ছয় উপজেলার ৪৩ ইউনিয়নের ১ টিতে শুধুমাত্র বিএনপি সমর্থিত চেয়ারম্যান হয়। বাকি ৪২টিতে চেয়ারম্যান ছিলেন আওয়ামী সরকার দলীয়। ৬ জন উপজেলা নির্বাহী অফিসার, ৬ জন সহকারী কমিশনার (ভূমি) ইউনিয়নগুলোর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ৪০টি ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে চলে যায়।
শুধুমাত্র সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির এলাকায় রয়েছেন।
তাছাড়া আগস্ট মাসের ২০ তারিখে ভয়াবহ বন্যায় তলিয়ে যায় প্রায় সব কয়টি ইউনিয়ন পরিষদ কার্যালয়। পরিষদ ভবনের তালাবদ্ধ থাকায় পানিতে নষ্ট হয়ে যায় কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্র। এতে আরও ভোগান্তি সৃষ্টি হয় সেবা প্রদানে।
ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা বন্ধ থাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের আবেদন, নাগরিক সনদ ইত্যাদি বাহিরের দোকান থেকে প্রিন্ট করতে হয়।
মোটবী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মীর হোসেন বলেন, ‘আমাদের কম্পিউটার প্রিন্টারসহ বিভিন্ন কাগজপত্র নষ্ট হওয়ায় আমাদের ডিজিটাল সেবা কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকায় জনগণের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।’
এ বিষয়ে ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হাসান বলেন, ‘আমাদের জনবল সংকট রয়েছে। ফলে একজনকে একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে। যার কারণে সেবা প্রদানে বিঘ্ন ঘটছে। ফেনীর সকল ইউপি কার্যালয়ে সেবার মান বৃদ্ধি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি সাধারণ মানুষের।’
এমআই