বাগেরহাটে ফিরছেন বিএনপি নেতা মনি, নেতাকর্মীদের উচ্ছ্বাস
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫১
বিএনপি নেতা মনিরুল ইসলাম খান
দীর্ঘ ৭ বছর পর নিজ এলাকায় ফিরছেন বিএনপি নেতা মনিরুল ইসলাম খান। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে তার বাগেরহাট আগমনের কথা রয়েছে। তিনি খানজাহান আলী (রহ.) এর মাজার জিয়ারত শেষে নিজ বাড়ি কচুয়া উপজেলার গোপালপুরে যাবেন। বিকেলে কচুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন।
বহুদিন পর নেতাকে কাছে পেতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে। কচুয়া উপজেলা যুবদল নেতা শহিদুল ইসলাম খোকন বলেন, ‘মনিরুল ইসলাম খান একজন সত্যিকারের রাজনীতিবিদ। জেল থেকেও তিনি জনগণের কথা ভেবেছেন। তার আগমনে নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হবে।’
স্থানীয় বিএনপি কর্মী শেখ রুস্তম আলী বলেন, ‘তিনি এলাকায় ফিরে আসায় মানুষের মনে আশার আলো জ্বলেছে। তার এই প্রত্যাবর্তন বাগেরহাটে রাজনৈতিক ঐক্য আরও দৃঢ় করবে।’
কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলাম জানান, ‘বিজয় দিবসে তার উপস্থিতি আমাদের জন্য এক অনন্য প্রেরণা। নেতাকর্মীরা তাকে সাদরে বরণ করতে প্রস্তুত।’
৫৫ বছর বয়সী মনিরুল ইসলাম খান ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি থেকে শুরু করে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি, তিনি দীর্ঘ সাত বছর কারাগারে ছিলেন।
শেখ আবু তালেব/এআরএস