ছবি : বাংলাদেশের খবর
দিগন্তজোড়া ফসলের মাঠজুড়ে সরিষা ফুলের হলুদের সমারোহ। যেদিকে চোখ যায়, শুধুই হলুদ রঙের বিস্তৃতি। সরিষা ফুলের সোনালি আভায় মোড়ানো মাঠগুলো যেন প্রকৃতির সাজানো হলুদ গালিচায় পরিণত হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে মৌমাছির গুঞ্জন। যা পুরো এলাকায় এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় করছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা।
জামালপুরের মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুরসহ বিভিন্ন উপজেলার মাঠে সরিষা ফুলের এই সৌন্দর্য চোখে পড়ে।
সরেজমিনে দেখা যায়, সরিষার ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করছে, আর দর্শনার্থীরা মুগ্ধ হয়ে উপভোগ করছেন এমন দৃশ্য।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলায় ৪৬ হাজার ২৭৮ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ৪১ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি। রোগবালাই কম থাকায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা কৃষক ও কৃষি বিভাগের।
মেলান্দহের জটিয়ারপাড়া এলাকার সরিষা চাষি আবু সাইদ জানান, ‘খরচ বেড়েছে ঠিকই, তবে সরিষা চাষে লাভবান হওয়া সম্ভব। ফলন ভালো হলে খরচ পুষিয়ে লাভ করা যাবে।’
জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর সরিষার চাষ বেড়েছে। আমরা আশা করছি, ভালো ফলনের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।’
এআরএস