Logo
Logo

সারাদেশ

আমতলীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:২২

আমতলীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরগুনার আমতলীতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৯ টায় উপজেলার চুনাখালীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হয়েন- রাফসান হাওলাদার (২২) ও রিফাত হাওলাদার (২১)। রাফসান উপজেলার চুনাখালি গ্রামের পিংকু হাওলাদার ছেলে ও রিফাত একই গ্রামে আলী হোসেন হাওলাদারের ছেলে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার চুনাখালি মাহাবুব ডাক্তারের বাড়ির সামনে থেকে মাদক ব্যবসায়ী রাফসান ও একই গ্রামের রিফাতের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কাওসার মাদবর/এমেবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর