ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:৫৬
ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে গণঅভ্যুত্থানে আহত ৫৬ ছাত্র-জনতার চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছে সামাজিক সংগঠন শেকড়ের সন্ধান। রোববার (১৫ ডিসেম্বর) সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাওলানা সুলতান নূরী সাহেবের বাড়ির সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ এনামুল হক খন্দকার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেনী লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি ও সমাজসেবক মোজাম্মেল হক বাবুল। পরিচালনা করেন শেকড়ের সন্ধানের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আবু তাহের ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নাজমুল ইসলাম মঞ্জু, সংগঠক ওসমান গনি রাসেল, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল যোবায়ের, এবং কার্যকরী সদস্য শাহ ওয়ালী উল্লাহ মানিক ও মুজিবুল হক সজল প্রমুখ।
এআরএস