Logo
Logo

সারাদেশ

শেখ হাসিনা ও নি‌ষিদ্ধ ছাত্রলীগ নি‌য়ে প্রচারণার তদন্ত শুরু

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:৫৬

শেখ হাসিনা ও নি‌ষিদ্ধ ছাত্রলীগ নি‌য়ে প্রচারণার তদন্ত শুরু

খুলনা রেলও‌য়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে স্বৈরাচার শেখ হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রচারণার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে তদন্তের কা‌জে রেলওয়ের পশ্চিম জোনের ঊর্ধ্বতন চারজন কর্মকর্তা খুলনা এসেছেন।

রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা হাসিনা খাতুনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হ‌লেন- রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল, বিভাগীয় সিগন্যাল ও টেলিকম কর্মকর্তা সৌমিত কবীর শাওন এবং বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু।

খুলনা রেলস্টেশন মাস্টার মাসুদ রানা রনি বিষয়‌টি নি‌শ্চিত করেছেন। তি‌নি ব‌লেন, এই ঘটনার তদন্তে চার সদস‌্য খুলনায় এসেছেন। কার্যক্রম শুরু ক‌রে‌ছেন তারা। তবে কত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে এ বিষয়ে কিছু জানাতে পাননি রেলস্টেশন মাস্টার।

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে “ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে; জয় বাংলা জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আবার আসবে।” খুলনা রেলওয়ে স্টেশন ভবনের প্রবেশ দ্বারের ডিজিটাল স্ক্রিনে এমন লেখা দিয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রচারণা করা হয়।

এমন প্রচারণার একটি ভিডিও ভাইরাল হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও জনতাসহ রাজ‌নৈ‌তিক নেতাকর্মীরা স্টেশনে অবস্থান নেয় এবং মাস্টারকে অবরুদ্ধ করে। পরবর্তীতে সেখানে এক উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ডিজিটাল স্ক্রিনের অপারেটর আসলামকে পুলিশে সোপর্দ করা হয়।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর