Logo
Logo

সারাদেশ

ময়মনসিংহে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩০

ময়মনসিংহে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে রয়েছে দিনব্যাপী নানা আয়োজন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা হয়।

স্মৃতিসৌধের বেদিতে প্রথম পুষ্পার্ঘ অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। এরপর রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার আজিজুল ইসলাম, সিটি করপোরেশনের প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদসহ প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ পুষ্পার্ঘ অর্পণ করেন। 

এছাড়াও দিনটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক আলোচনা সভা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা,  মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, চারু-কারুশিল্প প্রদর্শনী, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর