ছবি : প্রতিনিধি
ফেনীতে বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয়ের ৫৪ বছর পূর্তিতে দিবসের প্রথম প্রহর ভোর সাড়ে ৬টায় মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
শহরের জেল রোডে অবস্থিত মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সাবেক সাংসদ জয়নাল আবদীন ভিপি, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলা, প্রথম আলো বন্ধু সভা, ফেনী জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌর পরিষদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
এদিকে পৃথক পৃথক বিজয় র্যালি করে মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এবি পার্টি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সকালে দিনব্যাপী কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় মেলার উদ্বোধন, জেলা শিল্পকলা একাডেমীতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানগুলোতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাড়াও প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিকেলে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রতি ফুটবল ম্যাচ ও বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার ৬ উপজেলায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকল অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
এমআই