বরগুনায় মহান বিজয় দিবসে সাইকেল র্যালি
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৩০
ছবি : প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে বাইসাইকেল র্যালি করেছে ১৬ জন রাইডার। বরগুনা সাইক্লিং কমিউনিটির উদ্যোগে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় বরগুনা সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এই র্যালি শুরু হয়।
আয়োজকরা জানান, বরগুনা সাইক্লিং কমিউনিটির (বিসিসি) আয়োজনে লাল-সবুজের পতাকা ও বেলুন নিয়ে ১৬ জন সাইক্লিস্ট ১৬ কিলোমিটারের এই বিজয় রাইডে অংশগ্রহণ করেছে। তরুণ প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরতেই আজ এই বিজয় সাইকেল রাইডের আয়োজন বলে জানান তারা।
বরগুনা সাইক্লিং কমিউনিটির এডমিন এহসান আহমাদ নোমান বলেন, আজ বিজয় দিবস উপলক্ষে বরগুনা সাইক্লিং কমিউনিটির ১৬ জন তরুণ সদস্য ১৬ কিলোমিটার বিজয় রাইডে অংশ নিয়েছে। ১৬ ডিসেম্বর আমাদের প্রেরণার উৎস। আগামীর সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে আমাদের এ ব্যতিক্রমী আয়োজন। এ আয়োজনে ১৬ ডিসেম্বর ১৬ জন সাইক্লিস্ট ১৬ কিলোমিটার সাইক্লিং করে৷
তিনি আরও বলেন, ‘বরগুনায় এরকম ব্যতিক্রমী আয়োজন করার মাধ্যমে বিভিন্ন দিবসের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা ও সাইক্লিংয়ের প্রতি উৎসাহ সৃষ্টি হবে বলে আশা ব্যক্ত করছি।’
এমআই