জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২
ছবি : বাংলাদেশের খবর
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে আওয়ামী লীগের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবীব এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব ও অন্যান্য নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। এসময় পুষ্পস্তবকটি শহীদ বেদীতে অর্পণ করার আগে বেদীর সামনে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা একটি স্টিকার পুষ্পস্তবকে লাগানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা ফিরে যান।
এসময় ধামরাই উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসা আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে আটক করা হয়।
হাসান ভুঁইয়া/এআরএস