নরসিংদীতে বিজয় দিবসে মিনি ফুটবল টুর্নামেন্ট ও সংবর্ধনা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২
ছবি : বাংলাদেশের খবর
মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ইনস্টিটিউট প্রাঙ্গণে এ আয়োজন হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ও সভাপতি প্রকৌশলী নীহার রঞ্জন দাস। অনুষ্ঠানে ইনস্টিটিউটের সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৩০ মিনিটের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দল মুখোমুখি হয়। কোনো দল গোল করতে না পারায় টাইব্রেকারে ২-০ ব্যবধানে জয়লাভ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
এছাড়াও শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে মিউজিকের তালে বালিশ খেলার আয়োজন করা হয়। যা উপস্থিত সবাই উপভোগ করেন।
খেলা শেষে ডুয়েটে চান্সপ্রাপ্ত ৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। বিজয়ী দলসহ অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
সুমন রায়/এআরএস