বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিখ হাসান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তি মনিরুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি অফিসার ইশা ইকবাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হুসাইন, ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, ওসি (তদন্ত) আমিন হোসেন সেরনিয়াবাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসলাম মামুন ভিপি, মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিকুর রহমান প্রমুখ।
এমএইচএস