Logo
Logo

সারাদেশ

সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:২৭

সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবসে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সোনারগাঁ উপজেলা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজহারুল ইসলাম মান্নানের সমর্থকরা বিজয় মিছিল নিয়ে উপজেলা চত্বরে প্রবেশ করলে রেজাউল করিমের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মান্নান সমর্থক যুবদল নেতা মামুন মোল্লা, ছাত্রদল নেতা রিফাত মোল্লা এবং মোবারক মোল্লা গুরুতর আহত হয়েছেন। অপরদিকে রেজাউল করিম সমর্থিত থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম ইয়াসিন নোবেলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনার কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মান্নান সমর্থকদের অভিযোগ, থানা যুবদল নেতা নুরে আলম ইয়াসিন নোবেলের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম ইয়াসিন নোবেলর অভিযোগ, রেজাউল করিমের পক্ষে বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করার সময় মান্নানের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিজয় উৎসব পালন করছিলাম। কিন্তু কিছু ব্যক্তি ব্যক্তিগত শত্রুতার জেরে উপজেলা গেটের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটায়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সজীব হোসেন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর