Logo
Logo

সারাদেশ

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:২৯

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

সিলেটে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সোমবার (১৬ ডিসেম্বর)  সূর্য্যদয়ের সঙ্গে সঙ্গে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পশ্রদ্ধা অর্পণ শুরু হয়। একপর্যায়ে নামে সর্বস্তরের মানুষের ঢল। দিনভর ফুল দিয়ে জানানো হয় শ্রদ্ধা।

মহানগরের চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্য্যদয়ের সময় প্রথম পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ। পরে একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট এবং এসপি এপিবিএন-এর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এরপর সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে পেশাজীবী সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

একপর্যায়ে ফুলে ফুলে ভরে উঠে শহীদ স্মৃতিস্তম্ভ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে মানুষের ঢল নামে।

এদিকে, বিজয় দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে সিলেটে জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়।

রেজাউল হক ডালিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর