Logo
Logo

সারাদেশ

রাজশাহীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, সেনা হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:১৮

রাজশাহীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, সেনা হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

রাজশাহীর তানোরে সিএনজি শ্রমিকদের হামলায় বাস শ্রমিকদের অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার  (১৬ ডিসেম্বর) এই ঘটনার পর রাজশাহীর সাথে সারাদেশের বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা। তারা সিরোইল বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। প্রশাসনের আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেয় বাস শ্রমিকরা।

বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন অভিযোগ করেছেন, রাজশাহীতে বিআরটি-এর অনুমোদন ছাড়াই শতাধিক সিএনজি চলাচল করছে, যা নিয়ে বারংবার অভিযোগ সত্ত্বেও পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি। এর মাঝেই সোমবারের সিএনজি শ্রমিকদের হামলার পর পুলিশ সুপারকে এ বিষয়ে জানানো হলে, তিনি বাস পরিবহনের নেতাদের পিঠের চামড়া তুলে নিতে চান বলে অভিযোগ করেন তিনি ।

এদিকে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর