প্রশিক্ষণে ‘এলোমেলো হাঁটায়’ ২৫ এএসপিকে কারণ দর্শানোর নোটিশ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন এই নোটিশ স্বাক্ষর করেন। অভিযোগ, প্রশিক্ষণ চলাকালে তারা এলোমেলোভাবে হাঁটতে শুরু করেন, যা প্রশিক্ষণের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করেছে।
নোটিশে বলা হয়েছে, ২৬ নভেম্বরের এক প্রশিক্ষণ সেশনে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যখন দৌড়ানোর কথা বলা হয়, তখন এই ২৫ জন প্রশিক্ষণার্থী দৌড়ানোর বদলে হাঁটতে শুরু করেন। তাদের এই আচরণের কারণে অন্য প্রশিক্ষণার্থীরা সঠিকভাবে দৌড়াতে পারেননি এবং মাঠে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। এর পাশাপাশি, তারা বারবার সতর্ক করার পরও দৌড়ানোর নির্দেশে কর্ণপাত না করে কটূক্তিমূলক মন্তব্য করতে থাকেন, যা শৃঙ্খলা ভঙ্গের শামিল।
পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, এই নোটিশের জবাব দিতে তাদের তিন দিন সময় দেওয়া হয়েছে। ব্যাখ্যা না দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে, গত বছর ২০ অক্টোবর ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের ৬৬ জন সহকারী পুলিশ সুপার প্রশিক্ষণ শুরু করেন। এর মধ্যে ২৫ জনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় তাদের শোকজ করা হয়েছে। এর আগে, সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৩১৩ জন উপ-পরিদর্শক (এসআই)ও শৃঙ্খলা ভঙ্গের কারণে চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন।
পুলিশ একাডেমি অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞা এবং পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস কর্মকর্তা (এআইজি) এনামুল হক এ বিষয়ে মন্তব্য করেননি।
ডিআর/এমএইচএস