ভাঙ্গায় গাড়ি চাপায় মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সোমবার বিকেল ৪টায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু ঘটেছে। দুর্ঘটনাটি ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুর সদরের পশ্চিম আলিপুর এলাকার বজলুর রহমান খন্দকারের ছেলে ৪২ বছর বয়সী খন্দকার মামুনুর রশিদ এবং চরভদ্রাসন উপজেলার পরষ কাপাশিয়া গ্রামের ৪৫ বছর বয়সী গোপী কাপাশিয়া।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহিল বাকী জানান, ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক ও তার আরোহী। এ সময় পিছন থেকে অজ্ঞাত একটি গাড়ি দ্রুতগতিতে এসে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় এবং গুরুতর আহত আরোহীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার তদন্ত ও মামলা প্রক্রিয়া চলছে।
এমএইচএস