Logo
Logo

সারাদেশ

বিজয় র‍্যালি থেকে ফেরার পথে ছাত্রদল কর্মীর মৃত্যু

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৫

বিজয় র‍্যালি থেকে ফেরার পথে ছাত্রদল কর্মীর মৃত্যু

ছবি : প্রতিনিধি

কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ফাহাদুল ইসলাম রাফি (২০) নামে এক ছাত্রদল কর্মী মারা গেছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ডিগ্রি কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফাহাদুল ইসলাম রাফি কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনি গ্রামের আবু তাহের সরদারের ছেলে। তিনি চৌয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু জানান, ‘ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন রাফি। অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে চাঙ্গিনী নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, ‘পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০টায় চাঙ্গিনি গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর