কুমিল্লায় ৬৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। জেলার সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কাননের ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৬৫জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা দেয় পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার সৈয়দ রেফাঈ আবিদ উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি প্রদান করেন।
পূর্ব জোড়কানন ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলামের সভাপতিত্বে ও কাজী মো. ফজল মেম্বারের সঞ্চালনায় বক্তব্য দেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ তৈয়ব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার প্রমুখ।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমজে