Logo
Logo

সারাদেশ

আইসের গডফাদার চন্দন রায় গ্রেপ্তার

Icon

মাল্ডিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৭:১৪

আইসের গডফাদার চন্দন রায় গ্রেপ্তার

ঢাকায় মাদকের হোম ডেলিভারি চক্রের অন্যতম হোতা আইসের গডফাদার টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও গ্রামের চন্দন রায়কে (২৯) আইসসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মালয়েশিয়া প্রবাসী বন্ধুর সাথে আইস (ক্রিস্টাল মেথ) পাচারের চক্র গড়ে তোলেন চন্দন। এর আগেও একাধিকবার জেলে গেলেও পুনরায় জামিনে এসে চক্রে সক্রিয় হন তিনি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডিএনসির সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এই তথ্য জানান।

ডিএনসির সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, ডিএনসির ডেমরা সার্কেলের একটি টিম রোববার দুপুরে রাজধানীর ওয়ারী এলাকা থেকে মাদকের হোম ডেলিভারি চক্রের অন্যতম হোতা ও আইসের গডফাদার চন্দন রায়কে ২০ গ্রাম আইসসহ গ্রেপ্তার করে। চন্দন রায় ডিগ্রি পাস করে বিমানবন্দরের লাগেজ পার্টির সদস্য হয়ে বিদেশ থেকে স্বর্ণ ও ইলেকট্রনিকস সামগ্রী পাচারের কাজে জড়িয়ে পড়েন। তিনি করোনাকালে কয়েকজন মালয়েশিয়া প্রবাসী এবং বন্ধুর সাথে আইস (ক্রিস্টাল মেথ) পাচারের চক্র গড়ে তোলেন। তিনি বিভিন্ন পণ্যের আড়ালে কৌশলে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে সিলিকা জেলের আড়ালে আইস বাংলাদেশে নিয়ে আসতেন। পরে এই মাদক দেশের অভিজাত শ্রেণির ক্রেতাদের কাছে ‘পার্সেল হোম সার্ভিস’ সিস্টেমে সরবরাহ করতেন।

তিনি আরও বলেন, এর আগে মালয়েশিয়া থেকে সোনা ব্যবসার আড়ালে ২০২০ সালের নভেম্বরে ৬০০ গ্রাম আইসসহ ডিবির হাতে পাঁচজন সহযোগীসহ গ্রেপ্তার হন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে জামিনে বের হয়ে আবারও একই কাজে সক্রিয় হন। পরে ২০২২ সালে ২ নভেম্বর ফের ৫০০ গ্রাম আইসসহ তাকে গ্রেপ্তার করে ডিএনসি। এরপর ছয় মাস জেল খেটে জামিনে বের হয়ে চন্দন রায় আত্মগোপনে চলে যান এবং রাজধানীতে আইসের চক্রটি সক্রিয় করেন। চন্দন ৫ বছর পূর্বেও টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বাজারের একটি স্বর্ণের দোকানে কাজ করতেন৷ অল্প দিনের ব্যবধানে মাদক ব্যবসায় করে লক্ষাধিক টাকার মালিক হয়েছেন।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর