Logo
Logo

সারাদেশ

ভারত যা-ই বলুক, বিশ্ব জানে এটা শুধু বাংলাদেশের বিজয় : শ্রম উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:২২

ভারত যা-ই বলুক, বিশ্ব জানে এটা শুধু বাংলাদেশের বিজয় : শ্রম উপদেষ্টা

ভারত যা-ই বলুক, বিশ্ব জানে এটা শুধু বাংলাদেশের বিজয় বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ভারত মুক্তিযুদ্ধের ইতিহাস অন্যভাবে দেখতে পারে, এটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। কিন্তু বিশ্ববাসী জানে- এটা শুধু বাংলাদেশের বিজয়। আমাদের স্বাধীনতাযুদ্ধ বিশ্বের বুকে এক অনন্য উদাহরণ। যদিও সেই যুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে।’

শ্রম উপদেষ্টা বলেন, ‘নরেন্দ্র মোদি তার মতো করে বলেছেন। তার এমন মন্তব্য জীবিত মুক্তিযোদ্ধাদের আহত করেছে।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘বিশ্ববাসী জানেন, আমাদের যুদ্ধটি আমরাই শুরু করেছিলাম, আমরাই সমাপ্ত করেছি। সেখানে সাহায্য-সহযোগিতা ভারতের ছিল তাতে সন্দেহ নেই। আমরা সেটা স্মরণও করি।’

নির্বাচনের তারিখ নিয়ে উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী নিশ্চয়ই সুনির্দিষ্ট একটা রোডম্যাপ হবে। সংস্কার এখনো শেষ হয়নি। সংস্কারের পর নির্বাচন কীভাবে হবে, কখন হবে, সময়মতো জানানো হবে।’

এর আগে সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের মেরিন একাডেমিগুলোকে আরও বৃহৎ পরিসরে নেওয়ার চেষ্টা চলছে। আমাদের নাবিকদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘মেরিনে আমাদের নারীদেরও সম্পৃক্ত করার লক্ষ্যে বিদেশ থেকে ৫ জন পুরুষ ও ৫ জন নারী প্রশিক্ষক দেশে আনা হয়েছে। এতে মেরিন একাডেমিগুলো আরও সমৃদ্ধ হবে। নারীরাও চ্যালেঞ্জিং এই পেশায় যুক্ত হবেন।’

এ উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতে মেরিন একাডেমিগুলোকে নৌবাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। যাতে মেরিন একাডেমমিতে পড়াশোনা শেষ করে নৌবাহিনীতে যোগ দিতে পারা যায়।’

রেজাউল হক ডালিম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর