মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:৫৬
মুন্সীগঞ্জে যুবদল নেতা আবু ইলিয়াস শান্ত হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মুন্সীগঞ্জ প্রেসক্লাব ফটকে জড়ো হয়ে মানববন্ধন করে বিক্ষুব্ধ জনতা। পরে সুপারমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে তারা। এতে প্রায় এক ঘণ্টা জেলা শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, ইলিয়াস শান্তকে দেড় মাস আগে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কিন্তু পুলিশ এখনও আসামিদের গ্রেপ্তার করেনি। তারা ২৪ ঘণ্টার মধ্যে ৮ আসামিকে গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবি জানিয়ে থানা ঘেরাওয়ের হুমকি দেন।
শান্ত’র স্ত্রী শান্তা ইসলাম বলেন, যদি জেলা বিএনপি নেতারা হত্যাকারীদের গ্রেপ্তারে এগিয়ে না আসেন, তবে তিনি ও তার পরিবার বিএনপিকে বয়কট করবেন। স্থানীয় প্রশাসনকে শান্ত হত্যাকারীদের গ্রেপ্তার করার দাবি জানান তিনি, এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়ার কথা জানান।
উল্লেখ্য, গত ১ নভেম্বর যুবদল নেতা আবু ইলিয়াস শান্ত স্পিড বোটে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর রাতের বেলায় তার পরিবারকে জানানো হয় যে, সে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। পরবর্তীতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের ছোট ভাই মামুন সরকার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। নিহত ইলিয়াস মুন্সীগঞ্জ সদরের উপজেলার চর মশুরা এলাকার মৃত বোরহান সরকারের ছেলে।
আবু সাঈদ/এমবি