Logo
Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি ২০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:৪২

ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি ২০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কোটি ২০ হাজার টাকার ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি), কুমিল্লা সেক্টর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালিশিমা নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল। এ সময় দুই হাজার ১৩০ টি ভারতীয় উন্নতমানের বিভিন্ন মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লেগুলো আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি। 

রিমন খান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর