Logo
Logo

সারাদেশ

ঠাকুরগাঁও স্টেডিয়াম থেকে কনসার্ট স্থানান্তরের দাবি

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:০৬

ঠাকুরগাঁও স্টেডিয়াম থেকে কনসার্ট স্থানান্তরের দাবি

‘মাঠ বাঁচাও, ক্রিকেট বাঁচাও’ স্লোগানে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট স্থানান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের চৌরাস্তা ঠাকুরগাঁওয়ের সব খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনালিস্ট রাশেদ ইকবাল, সাবেক খেলোয়ার রাশেদ, জুলু, আরমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘ঠাকুরগাঁও চিরন্তন’র উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর শনিবার ব্যান্ড শিল্পীখ্যাত তাসরিফ খান (কুঁড়েঘর) আসছেন ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে মাঠে। এতে এক বিশাল কনসার্টের আয়োজন করা হয়। কিন্তু এমন সময় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন আমাদের ঠাকুরগাঁও জেলার ক্রিকেট খেলোয়াড়রা নিজেদের শেষ প্রস্তুতি নিতে চলেছে আগামী ঢাকা ১ ম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন লীগের জন্য।’

বক্তারা বলেন, ‘সেই সাথে জেলা অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ দলের চুড়ান্ত প্রস্তুতি চলমান।  এই সময়ে স্টেডিয়ামে এমন অনুষ্ঠান আয়োজন হলে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়বে। যা খেলোয়াড়দের চরম ক্ষতির মুখে ফেলবে। তাই ঠাকুরগাঁও স্টেডিয়াম মাঠে কনসার্ট বন্ধ করে স্থান পরিবর্তন করার দাবি জানাচ্ছি।’

সমাবেশ শেষে তারা ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। 

ক্ষয়ক্ষতির ব্যাপারটি মাথায় রেখে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি স্থানান্তর করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

আবু সালেহ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর