Logo
Logo

সারাদেশ

মিটার চুরি করে রেখে যান চিরকুট, গ্রেপ্তার ২

Icon

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৫২

মিটার চুরির পর রেখে যান মোবাইল নাম্বার লেখা একটি চিরকুট। চিরকুটে রেখা যাওয়া সেই নম্বরে যোগাযোগ করে টাকা দিলেই মিলবে গ্রাহকের মিটার। ঢাকার শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় হরহামেশাই শোনা যায় এমন খবর। বিকাশে টাকা নিতে গিয়ে পুলিশের জালে আটকা পড়েছে এ চক্রের দুই সদস্য।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধামরাই পৌরসভার আইঙ্গন গ্রামের মো.  ইউসুফ আলীর ছেলে আফজাল হোসেন (২৮) ও একই গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মো. জসিম (২২)। 

পুলিশ জানায়, আশুলিয়ার পলাশবাড়ী, ডেন্ডাবর ও পল্লীবিদ্যুতসহ আশপাশের এলাকায় মাঝে মধ্যেই বিদ্যুতের মিটার চুরি করে চিরকুট রেখে যাওয়ার খবর শোনা যায়। এই চক্রটি যখন মিটার চুরি করে তখন সেই স্থানে মোবাইল নম্বর লেখা একটি চিরকুট রেখে আসে। সেই সাথে চুরি করা মিটারটি আশপাশের এলাকায় লুকিয়ে রেখে যায়। পরে তারা বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করে। তাদের চাহিদামত টাকা দিলেই তারা মিটারের সন্ধান দিয়ে দেন। এভাবেই চক্রটি জনসাধারণের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, একটি অভিযোগের ভিত্তিতে চিরকুটে রেখে যাওয়া বিকাশ নম্বরের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এই ধরনের চুরির সাথে জড়িত বলে স্বীকার করেছে। সেই সাথে এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর