Logo
Logo

সারাদেশ

বিলুপ্তির পথে গানের পাখি দোয়েল

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৮

বিলুপ্তির পথে গানের পাখি দোয়েল

বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল আজ হারিয়ে যাওয়ার পথে। দেশের ইতিহাস, ঐতিহ্যের প্রতীক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই পাখিটি আজ অস্তিত্ব সংকটে ভুগছে। বরগুনার আমতলী উপজেলা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে দোয়েল পাখির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে।

দোয়েল সাদা-কালো রঙের ছোট আকৃতির পাখি। পুরুষ দোয়েলের উপরিভাগ চকচকে নীলাভ-কালো, আর স্ত্রী দোয়েলের রং কিছুটা মলিন বাদামি। এরা সাধারণত জোড়ায় জোড়ায় ঝোপঝাড়, বাগান, কিংবা গ্রামের আশপাশে দেখা যায়। প্রজনন মৌসুমে পুরুষ দোয়েল মিষ্টি সুরেলা গলায় গান গায়, যা গ্রামবাংলার পরিবেশকে মনোরম করে তোলে। দোয়েল পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে।

কিন্তু দোয়েল পাখি আজ বিলুপ্তির পথে। এর পেছনে রয়েছে মানবসৃষ্ট নানা সংকট। অপরিকল্পিত আবাসস্থল ধ্বংস, কীটনাশকের ব্যবহার, জলবায়ু পরিবর্তন, বেআইনি শিকার এবং শিকারোত্তর চোরাচালান এর মূল কারণ। বন বিভাগের তদারকির অভাব এবং সঠিক সংরক্ষণ ব্যবস্থা না থাকায় দোয়েলের অস্তিত্ব আজ বিপন্ন।

১৯৭৩ সালে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী সংরক্ষণে আইন প্রণয়ন করলেও তা কার্যকর করার ক্ষেত্রে গাফিলতি রয়েছে। যদিও বন্যপ্রাণী রক্ষায় উদ্যান ও সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এসব কার্যক্রম পর্যাপ্ত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাখি সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। পাখি সংরক্ষণে বেসরকারি সংস্থাগুলোকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি দোয়েল সংরক্ষণে বিশেষ প্রকল্প গ্রহণ এবং স্থানীয় জনগণকে এর প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করতে হবে।

পাখি পালনকারী মো. ডিএম আলমাস জানান, পাখি মনের সৌন্দর্য বৃদ্ধি করে। ছোটবেলায় বিভিন্ন পাখি দেখার আনন্দ ছিল অসীম। এখন পাখি সংরক্ষণে আইন বাস্তবায়ন খুবই জরুরি।

পাখি সুরক্ষায় জোরালো দাবি জানিয়ে সচেতন মহল বলছে, পাখি শিকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং দোয়েলের অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকারি ও বেসরকারি উদ্যোগ অপরিহার্য।

দোয়েল শুধু একটি পাখি নয়, এটি আমাদের দেশের পরিচয়ের অংশ। সুতরাং এই জাতীয় পাখি রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর