Logo
Logo

সারাদেশ

ইজারা ছাড়াই মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, প্রতিবাদে বিক্ষোভ

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:০০

ইজারা ছাড়াই মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, প্রতিবাদে বিক্ষোভ

নরসিংদী সদর উপজেলায় মেঘনা নদীতে অবৈধ চৌম্বক ড্রেজার বসিয়ে ইজারা ছাড়াই বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসীরা।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকারের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তারা। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামানের বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেনশাহ্ শানু, সদর থানা যুবদলের সহসভাপতি আকরামুল ইসলাম সমির, আলোকবালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও জেলা কৃষক দলের সদস্য সজল মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত দুই সপ্তাহ ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নরসিংদীর চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের বেশকিছু গ্রাম ভাঙন আতঙ্কে। ১০ টির বেশি চৌম্বক ড্রেজার বসিয়ে অবৈধভাবে দৈনিক প্রায় কোটি টাকার বালু উত্তোলন হচ্ছে৷ অতি দ্রুত এসবের অবসান চান চরাঞ্চলবাসী।

সুমন রায়/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর