আবু সাঈদকে ‘কটূক্তি’, ডিসি প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৬
কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে কটূক্তি করা হয়। এ সময় ডিসি ও এসপির সামনে আবু সাঈদকে নিয়ে বিতর্কিত স্লোগান দেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া।
এর প্রতিবাদে বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ডিসিকে প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। আর কটূক্তিকারী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়াকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, ‘যিনি শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করেছেন, তিনি ২৪-এর আন্দোলনকে অস্বীকার করেছেন। আর ২৪ অস্বীকারকারী রাজাকার এই বাংলাদেশে থাকতে পারবেন না।’
তারা আরও বলেন, ‘কটূক্তিকারী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়াকে ২৪ ঘণ্টার ভেতরে গ্রেপ্তার করেতে হবে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খানকে প্রত্যাহার না করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ শাখার অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন, অভি চৌধুরী, শেখ মুদ্দাসসির তুশি, শহীদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই জুয়েল আহমেদ ও আফসানা আক্তার মীম উপস্থিত ছিলেন।
আব্দুর রউফ ভুঁইয়া/এমজে/ওএফ