Logo
Logo

সারাদেশ

ফেনীর বন্যায় সড়কের ক্ষতি ৫৮৮ কোটি টাকা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৮

ফেনীর বন্যায় সড়কের ক্ষতি ৫৮৮ কোটি টাকা

গত আগস্টের ভয়াবহ বন্যায় ফেনীতে সড়ক ও ব্রিজ-কালভার্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই বন্যায় জেলার ৫৩৯টি সড়ক ও ৬২টি ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যার আর্থিক ক্ষতির পরিমাণ ৫৮৮ কোটি টাকা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফেনী সূত্রে এসব তথ্য জানা গেছে।

ভয়াবহ ওই বন্যায় ফেনী সদর, দাগনভূঞা, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। এলজিইডি ফেনীর দেওয়া তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে-

ফেনী সদর: ১২০টি সড়কের ১৬০ কিলোমিটার ও ১৫টি ব্রিজ-কালভার্টের ৯০ মিটার ক্ষতিগ্রস্ত হয়। মেরামতের জন্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি ৫০ লাখ টাকা।

দাগনভূঞা: ৬২টি সড়কের ১৪০ কিলোমিটার এবং ৮টি ব্রিজ-কালভার্টের ৩০ মিটার ক্ষতিগ্রস্ত হয়। মেরামতের ব্যয় ৮৬ কোটি ১০ লাখ টাকা।

সোনাগাজী: ১০৮টি সড়কের ১৫২ কিলোমিটার এবং ১০টি ব্রিজ-কালভার্টের ৮০ মিটার ক্ষতিগ্রস্ত হয়। মেরামতের জন্য প্রয়োজন ৯৯ কোটি ৭০ লাখ টাকা।

ছাগলনাইয়া: ৪৯টি সড়কের ৯৫ কিলোমিটার এবং ৭টি ব্রিজ-কালভার্টের ৩৪ মিটার ক্ষতিগ্রস্ত হয়। মেরামতের ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি টাকা।

ফুলগাজী: ১০৬টি সড়কের ২০০ কিলোমিটার এবং ১২টি ব্রিজ-কালভার্টের ৬০ মিটার ক্ষতিগ্রস্ত। মেরামতের জন্য প্রস্তাবিত ব্যয় ১২৩ কোটি টাকা।

পরশুরাম: ৯৪টি সড়কের ১৮৯ কিলোমিটার এবং ১০টি ব্রিজ-কালভার্টের ৭০ মিটার ক্ষতিগ্রস্ত। মেরামতের জন্য প্রয়োজন ১১৭ কোটি ৭০ লাখ টাকা।

এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ফেনী। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক জানিয়েছেন, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলোর জরুরি মেরামতের কাজ রাজস্ব বাজেটের আওতায় দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও জানান, বড় ধরনের পুনর্বাসনের জন্য সরকার দুটি নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পগুলো অনুমোদন পেলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো আগের চেয়ে আরও উন্নত অবস্থায় ফিরে আসবে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর