Logo
Logo

সারাদেশ

জামালপুরে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে পুলিশের মতবিনিময়

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬

জামালপুরে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে পুলিশের মতবিনিময়

আসন্ন ‘বড়দিন’ উপলক্ষ্যে জামালপুরের খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। 

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।

এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আনোয়ার, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা।

সভায় আসন্ন ‘বড়দিন’ উদযাপনে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গীর্জার নিরাপত্তা এবং বড়দিনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভা সূত্রে জানা গেছে, জামালপুর জেলার চারটি উপজেলায় ২৩টি চার্চে বড়দিন উদ্‌যাপিত হবে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর