Logo
Logo

সারাদেশ

ইজতেমার মাঠে সংঘর্ষে ফরিদপুরের বিল্লাল নিহত

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৭

ইজতেমার মাঠে সংঘর্ষে ফরিদপুরের বিল্লাল নিহত

টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ফরিদপুরের বিল্লাল হোসেন নামে একজন নিহত হয়েছেন। 

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নিহতের পরিচয় শনাক্ত করে তার পরিবারকে জানায় পুলিশ।

নিহত বিল্লাল হোসেন ফরিদপুর শহরের কুঠিবাড়ি কমলাপুর এলাকার (মাটিয়া গোরস্থান) বাসিন্দা। তিনি মৃত আব্দুস সামাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৪টার দিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিল্লাল হোসেন সংঘর্ষের মাঝে পড়ে মারা যান। পরে আশুলিয়া থানা পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে বুধবার সকালে তার পরিবারকে বিষয়টি জানায়।

এই ঘটনায় বিল্লাল হোসেনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিকেল ৪টার দিকে নিহতের মরদেহ ফরিদপুরে তার নিজ বাসস্থানে পৌঁছায়। লাশ আনা ও দাফন কার্যক্রম নিয়ে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি বলে জানা গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বিল্লাল হোসেনের বড় ছেলে ঢাকায় অবস্থান করছিলেন। তিনি বাসায় পৌঁছানোর পর মরদেহ দাফন করা হবে বলে জানানো হয়েছে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর