Logo
Logo

সারাদেশ

ইজতেমা মাঠে হামলার সঠিক বিচার না হলে লংমার্চের হুঁশিয়ারি

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:৪৯

ইজতেমা মাঠে হামলার সঠিক বিচার না হলে লংমার্চের হুঁশিয়ারি

টঙ্গীর ইজতেমা মাঠে হামলার ঘটনায় নরসিংদীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন জেলার ওলামায়ে কেরাম ও দাওয়াত তাবলিগের সাথীরা। এ সময় হামলাকারীদের সঠিক বিচার না হলে ঢাকা অভিমুখে লংমার্চসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অতর্কিতভাবে টঙ্গীর ইজতেমা মাঠে হামলা চালিয়ে মুসল্লীদের হত্যা ও রক্তাক্ত আহত করার প্রতিবাদ জানিয়ে

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, টঙ্গীর ইজতেমা মাঠে মাওলানা সাদপন্থীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে মুসল্লীদের হত্যা ও রক্তাক্ত করেছে।

তারা আরও বলেন, ভারতের মাওলানা সাদ বিভিন্ন সময় ভুল বয়ানের মাধ্যমে মুসল্লীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছেন। মসজিদ দখল করাসহ একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা পরিকল্পিতভাবে টঙ্গীর ইজতেমা মাঠে দেশীয় অস্ত্রসহ ঘুমন্ত সাথীদের ওপর হামলা চালিয়েছেন। এতে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। যারা হামলা চালায় তারা কোন ধরনের তাবলিগ? 

বাংলাদেশের মাটিতে সাদপন্থীদের নিষিদ্ধ করাসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন জেলার ওলামায়ে কেরাম ও দাওয়াত তাবলিগের সাথীরা। হামলাকারীদের সঠিক বিচার না হলে ঢাকা অভিমুখে লংমার্চসহ কঠোর কর্মসূচি নেয়া হবে বলেও জানান তারা।

সভায় বক্তব্য রাখেন- শিবপুর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী শেখ আ. কাইয়ুম, শিবপুরের ইসলামপুর মাদরাসার শিক্ষক মাওলানা খলিলুর রহমান, ভাগদী মার্কাজ মসজিদের শিক্ষক মাওলানা মুফতী মাসুম, মাওলানা ইয়াকুব, মনির হোসেন প্রমুখ।

সুমন রায়/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর