Logo
Logo

সারাদেশ

স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:৩৪

স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় একটি রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বামী-স্ত্রীর মৃত্যু নিয়ে পরিবারগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এক পক্ষের দাবি, অসুস্থ স্ত্রীর মৃত্যুর শোকে স্বামী মারা গেছেন। অন্য পক্ষের দাবি, দুজনকেই হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নগরের চালিবন্দর এলাকার খন্দকারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা  ওই বাসার ভাড়াটিয়া রুবেল আহমদ (৩০) এবং তার স্ত্রী রাজনা বেগম (২৫)।

রুবেলের মা জানিয়েছেন, সকালে ঘরের কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজনা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর শোকে রুবেল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

তবে রাজনার মা দাবি করেছেন, তার মেয়ে আগে থেকে অসুস্থ ছিলেন না এবং পারিবারিক কারণে দুজনকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরিবারের বক্তব্যে অসঙ্গতি থাকায় পুলিশকে অবহিত করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্বামী-স্ত্রী দু’জনেই অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

রেজাউল হক ডালিম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর