Logo
Logo

সারাদেশ

এই সরকারের কেউ নির্বাচন করবে না : উপদেষ্টা সাখাওয়াত

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:৪৪

এই সরকারের কেউ নির্বাচন করবে না : উপদেষ্টা সাখাওয়াত

ছবি : বাংলাদেশের খবর

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন করবে না। ক্ষমতায় থেকে নির্বাচন করা যাবে না।’

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

অন্তর্বর্তীকালীন সরকারের কেউ রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ নির্বাচন করতে চাইলে উপদেষ্টা থেকে বেরিয়ে রাজনৈতিক দলে যেতে হবে।’

সাখাওয়াত বলেন, ‘সবাই যদি মনে করে, নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে অথবা নতুন কাউকে যুক্ত করা হবে, তাহলে তা-ই করা হবে। তত্ত্বাবধায়ক সরকার আইনে যে সময়সীমা রয়েছে, সেটি কীভাবে সমাধান হবে, এটা একটা বিষয়। তবে এখনো এ বিষয়ে হাত দেবে না বর্তমান সরকার।’

এর আগে বেলা ১১টায় তামাবিল স্থলবন্দরে পৌঁছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি স্থলবন্দরের প্রশাসনিক ভবন, তামাবিল ইমিগ্রেশন, বধ্যভূমি ও স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেল পরিদর্শন করেন।

তিনি বলেন, ‘এশিয়ান ডেভলেপমনে্ট ব্যাংক প্রজেক্টের মধ্যে আছে যাত্রী ছাউনি, ফায়ার ব্রিগেড, সিএনফ’র জন্য বসার যায়গা, ইউনিয়নের জন্য যায়গা। এগুলোর স্থায়ী সমাধানে কাজ চলছে। অনেক বড় একটি ইয়ার্ড হয়েছে। এটা হয়তো আরেকটু স্পেস বাড়বে। একটা প্রসেস আছে। আমরা চেষ্টা করছি প্রসেসটা দ্রুত উত্তোরণের জন্য। প্রজেক্টগুলো হয়ে গেলে অনেক সমস্যা দূর হবে।’

রেজাউল হক ডালিম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর