Logo
Logo

সারাদেশ

ঝিনাইদহে পাসপোর্ট অফিসে শিক্ষার্থীদের হাতে দালাল আটক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬

ঝিনাইদহে পাসপোর্ট অফিসে শিক্ষার্থীদের হাতে দালাল আটক

ঝিনাইদহে পাসপোর্ট অফিসে দালালমুক্ত অভিযান পরিচালনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে তারা রুপম নামের এক দালালকে আটক করেন তারা।

ভুক্তভোগী রুবেল জানান, বিদেশে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট করার জন্য তিনি বন্ধুর ফুফাতো ভাইয়ের মাধ্যমে দালাল রুপমের সঙ্গে যোগাযোগ করেন। রুপম তাকে ঝিনাইদহের আরাপপুর এতিমখানা মোড়ের রঙধনু কম্পিউটার দোকানে আসতে বলেন। সেখানে রুপমের সঙ্গে দেখা হয়ে শাহিন নামক একজনের মাধ্যমে পাসপোর্টের জন্য ১৩ হাজার ২’শ টাকা আদায় করেন। এরপর রুপম নিজে মোটরসাইকেলে চড়ে রুবেলকে জেলা পাসপোর্ট অফিসে নিয়ে বিভিন্ন কক্ষে তার কাজ করান। তবে একপর্যায়ে রুবেল জানতে পারেন, পাসপোর্টের মূল খরচ ৮ হাজার ৫০০ টাকা হলেও রুপম অতিরিক্ত ৫ হাজার ৯০০ টাকা নিয়েছেন।

পরে দালাল রুপমকে পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ফাতেমা বেগমের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বিরুদ্ধে মুচলেকা নেওয়া হয় এবং অতিরিক্ত টাকা ভুক্তভোগীকে ফেরত দেওয়া হয়।

রুপম দাবি করেন, তিনি ভুক্তভোগীর আত্মীয়ের মাধ্যমে এখানে এসেছেন। তবে রুবেল জানান, তার সাথে রুপমের কোনো সম্পর্ক ছিল না। এদিকে রুপম বলেন, অতিরিক্ত লাভের টাকা তিনি রঙধনু কম্পিউটারের শাহিনের কাছ থেকে নিয়েছেন।

শাহীনের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রুপমের সাথে তার কোনো পরিচয় নেই, তবে রুবেলকে কিছু জরুরি ফরম পূরণ এবং ব্যাংক জমা করতে সাহায্য করেছেন।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নেত্রী এলমা খাতুন বলেন, ‘পাসপোর্ট অফিস একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এখানে কোনো দালাল চক্রের স্থান হতে পারে না।’

ঝিনাইদহ পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ফাতেমা বেগম বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যেন প্রতিষ্ঠানটি দালালমুক্ত হয়।’

এম বুরহান উদ্দীন/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর